Top News

বাংলাদেশী পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প


গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষনা দেন বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারন করা হলো। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

গতকাল বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা,থাইল্যান্ড  মিয়ানমার,দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্কহার নির্ধারণের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১লা আগস্ট নির্ধারণ করা হয়েছে।

পূর্বে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্কহার গড়ে ১৫ শতাংশ ছিলো। বর্তমানে নতুন করে ৩৫ শতাংশ যুক্ত হলে, সেটি দাঁড়াবে ৫০ শতাংশে। এতে সবচেয়ে বেশি ধাক্কা খাবে বাংলাদেশের পোশাক খাত, কারণ যুক্তরাষ্ট্রই একমাত্র বাংলাদেশী তৈরী পোশাক রপ্তানির সবচেয়ে বড় খাত। 

বাংলাদেশের সঙ্গে আর যেসব দেশ শুল্কের হার বেড়েছে ,তার মধ্যে রয়েছে- লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া ও হার্জেগোভিনা, মালয়েশিয়া, তিউনিসিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া।

Post a Comment

নবীনতর পূর্বতন