রাজনৈতিক দলগুলির বাইরে থাকা এই প্রতিবাদী সংগঠন ৯ অগস্ট আহ্বান জানিয়েছে 'কালীঘাট চলো' কর্মসূচির|তারা জানিয়েছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মূলত কলকাতা ও তার সংলগ্ন চার জেলার মানুষ।
সোমবার এক সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চ জানিয়েছে, হাজরা মোড়ে জমায়েত করে সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে মিছিল শুরু হবে। এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে দলমত নির্বিশেষে সকল প্রতিবাদী নাগরিকদের, যারা রাজ্যজুড়ে চলতে থাকা নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে আওয়াজ তুলতে চান।
উল্লেখ্য, ৯ অগস্ট দিনেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 'নবান্ন চলো' কর্মসূচির। যদিও তিনি একে 'নাগরিক সমাজ'-এর নামে অরাজনৈতিক কর্মসূচি বললেও, অভয়া মঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ওই কর্মসূচিতে অংশ নেবে না।
তাদের দাবি, গত বছর বিজেপি বহু চেষ্টা করেও আরজি কর আন্দোলনের নিয়ন্ত্রণ নিতে পারেনি। এমনকি 'ছাত্র সমাজ'-এর ব্যানারে বিজেপির পক্ষ থেকে ডাকা কর্মসূচিও প্রত্যাশিত সাড়া পায়নি।
৯ অগস্টের কর্মসূচির পর ১৪ অগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালেও অভয়া মঞ্চ ডেকেছে 'রাত দখল' কর্মসূচি। রাত ১২টার পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হবে। মূল উদ্দেশ্য, স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে রাষ্ট্র ও শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর প্রতীকী বার্তা দেওয়া।
এদিকে আগামী ৯ জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে অভয়া মঞ্চ ঘোষণা করেছে মিছিলের। ওই দিন বিকেল ৪টায় মৌলালি মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে রাজাবাজার মোড়ে। সেখানে অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।
এই কর্মসূচির মূল লক্ষ্য-শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে সংহতি জানানো এবং প্রশাসনিক নির্লিপ্ততার প্রতিবাদে সুর চড়া করা।
আরজি কর কাণ্ডের তদন্ত প্রসঙ্গে অভয়া মঞ্চের দাবিতে রয়েছে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান। একইসঙ্গে তারা দাবি করেছে, ঘটনার সময়ে মুখ্যমন্ত্রী ও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকে তদন্তের আওতায় আনা হোক।
সংগঠনের মতে, গত ১১ মাসে একাধিক 'আরজি কর' ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে-যেখানে নারী নির্যাতন ও হত্যার অভিযোগ উঠে এসেছে। এইসব ঘটনায় রাজ্য সরকারের দায়িত্বে অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
এক বছর পেরিয়ে গেলেও আরজি কর কাণ্ডের বিচার শেষ হয়নি। এই প্রেক্ষিতেই অভয়া মঞ্চের কালীঘাট অভিযান ও রাত দখলের ডাক রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যে কোনও রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে মানবিক অধিকারের পক্ষে এই প্রতিবাদ কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে।
একটি মন্তব্য পোস্ট করুন