Top News

চলছে চাপানউতোর! ভোগান্তির কমতি নেই ঘাটালে!

 


পোস্টারে ছয়লাপ ঘাটালের একাংশ। সাংসদ দেব ও সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে আক্রমণ করে পোস্টার লাগালো বিজেপি।


জলমগ্ন ঘাটাল। অবশ্য এই বছর তা নতুন কিছু না। প্রতি বছর আকাশে কালো মেঘের সঞ্চার হলেই বিপর্যস্ত হয়ে পড়েন চির অভিশপ্ত ঘাটালবাসী। প্রহর গুনে গুনেই অতিবাহিত হয়ে যায় দীর্ঘ সময়। তৈরি হয় না ঘাটাল মাস্টার প্ল্যান।  জলমগ্ন ঘাটালে এই সময়ে চলাচলের জন্য একমাত্র সম্বল নৌকো। 


দুর্দশার কবল থেকে মুক্তি না পাওয়া ঘাটালবাসী রীতিমতো ক্ষুব্ধ। তাঁদের দাবি ফি বছর প্রতিশ্রুতি দেওয়া হলেও, বর্ষা মিটলেই আর উদ্যোগ নেন না কোনও সরকার। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবছরের গোড়ায় আরামবাগে একটি সভা থেকে পরিস্কার বলেন "ঘাটাল মাস্টারপ্ল্যান আমরা তৈরি করছি।" পাশে ছিলেন অঞ্চলের জন প্রতিনিধি দেব। কিন্তু স্থানীয় মানুষের বক্তব্য, তা নিয়ে আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল সরকারি আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ। পাশাপাশি ইতিমধ্যেই দেব এবং সেচমন্ত্রীকে 'ঠকবাজ' বলে  আক্রমণ করে পোস্টারে ঘাটালের একাংশ ছেয়ে ফেললো বিজেপি।


রাজনৈতিক চাপানউতোর চলছে চিরাচরিত নিয়মে। কিন্তু ঘাটালের সাধারণ মানুষ কবে রেহাই পাবেন এই শাস্তি থেকে? প্রতিবার ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করে বেবাক বোকা বনে যান তাঁরা... তরজা চলতে থাকে। তাঁদের দুঃখ মেটে না।

Post a Comment

নবীনতর পূর্বতন