Kolkata: আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সুত্রে জানানো হয়, এই বছর বঙ্গে গত ৫ বছরের তুলনায় রেকর্ড বৃষ্টি হয়েছে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চলে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার থেকে কলকাতা সহ বেশ কিছু এলাকাতে তিব্র বৃষ্টির জেরে জল জমেছে, যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে কাল একটু বৃষ্টি কমার পূর্বাভাস দেখা যেতে পারে। আগামী শুক্রবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।
সামনের মাসে অর্থাৎ অগাস্ট মাসে বৃষ্টি কমার কোন নতুন তথ্য দেইনি আলিপুর আবহাওয়া দফতর।
একটি মন্তব্য পোস্ট করুন