![]() |
RGKar Protest |
কলকাতা, ৩১ শে জুলাই,২০২৫: গোটা একটা বছর হয়ে গেল তবুও আজ অধরা অভয়ার ধর্ষণকারীরা। যাদেরকে গ্ৰেপ্তার করা হয়েছিল তারাও পেয়ে গেছে জামিন। কিন্তু ভেবেছেন কি একবারও যে কি হল অভয়ার মা-বাবার, কি হল তার সহকর্মীদের অনশন, কি হল সেই সাধারণ মানুষের যারা আমার আপনার মতো অভয়ার সুবিচার পাওয়ার আশায় পথে নেমেছিল? না কেউ সুবিচার পাই নি অভয়া, আমি, আপনি কেউ না। বরং এই অবিচার পথ করে দিয়ে গেছে মেয়েদের ওপর আরো পাশবিক অত্যাচারের। শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র কোথাও আজ মেয়েদের নিরাপত্তা নেই। মেয়েদের সুবিচারের আশা জাগানো রাজনৈতিক রঙ্গমঞ্চেই সীমিত। আর মেয়েদের সম্মান আজ রাজনৈতিক ক্ষমতালোভী, রক্তপিপাসু কিছু মানুষের পায়ের তলায় চাপা পড়ে গেছে। তাদের চিৎকার ক্ষমতার দম্ভে পৌঁছায় না আদালতের সুবিচারের দোর গোঁড়ায়। কেউ কেউ বোধ হয় ঠিকই বলে এদেশে ধর্ষকরা থাকে রাজার হালে প্রাণ যায় নিরাপরাধ মানুষের।
গতবছর ৯ ই আগস্ট সমস্ত নাগরিকের কাছে সেই বিভীষিকাময় দিন। সেইদিনের রাতে অভয়ার ওপর কয়েকটি পশুর করা পাশবিক অত্যাচারের তীব্র আর্তনাদ কারুর কানে না পৌঁছালেও পরবর্তী দিন ১০ ই আগষ্ট থেকে তার প্রতিবাদে সরব হয়েছিল গোটা বিশ্ব। পূর্ব থেকে পশ্চিম, উওর থেকে দক্ষিণ চিকিৎসকমহল থেকে সাধারণ মানুষ সবাই সরব হয়েছিল এই ঘটনার তীব্র প্রতিবাদে। দিকে দিকে জ্বলে উঠেছিল মশলা ভেসে এসেছিল প্রতিবাদের সুর, বিভিন্ন ডাক্তারমহল প্রায় ১মাসের কাছাকাছি পালন করেছিলেন অনশন। কিন্তু তারপর? তারপরের ঘটনা আমাদের সবার চেনা। কামদুনি গণধর্ষণ হত্যাকাণ্ডের মতো অভয়ায় কোনো বিচার পায়নি। যে যার মতো ফিরে গেছে নিজ কর্মজীবনে। তবে ধর্ষকরা এখানে চুপ থাকেনি। তারাও বেরিয়ে পড়েছে নতুন শিকার ধরতে। যার উদাহরণ সাউথ ক্যালকাটা ল কলেজ। এক প্রথম বর্ষের পড়ুয়াকে বর্তমানরত সরকারের ক্ষমতাসম্পন্ন নেতা ধর্ষণ করল। অভিযুক্তদের ধরা হলেও উপযুক্ত শাস্তি এখনও হয়নি।
অন্যদিকে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এইসমস্ত ঘটনার জন্য মেয়েদেরকেই দায়ী করে। ২০২০-র সার্ভের রির্পোট অনুয়ায়ী দেশে প্রত্যেক দিন ৮৬ টি ধর্ষণের মামলা রেজিস্টার হয় তাহলে ভেবে দেখুন রেজিস্টার না হওয়া ধর্ষণের সংখ্যাটা ঠিক কত? বলাবাহুল্য পশ্চিমবঙ্গের সংখ্যাটাও খুব কম।
তাহলে এবার আপনারাই ঠিক করুন মিটিং, মিছিল, প্রতিবাদ করে এইসমস্ত দোষীদের শাস্তি দেবেন। নাকি নিজের ঘরের মহিলাদের অষ্টাদশ শতকের মতো ঘরে বন্ধ করে রাখবেন?
একটি মন্তব্য পোস্ট করুন