গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেতন-বোনাসসহ ১০ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ‘আরএকে সিরামিক’ কারখানার শ্রমিকরা। আজ রবিবার ভোরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের নয়নপুর (ধনুয়া) এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় আড়াই ঘণ্টার অবরোধে উভয় পাশে ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে তারা আজ সকাল থেকে আন্দোলনে নামেন।
শ্রমিকদের ১০ দফা প্রধান দাবি:
-
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টসহ বকেয়া বেতন ১ আগস্টের মধ্যে পরিশোধ
-
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে নিয়োগ
-
অযোগ্যদের পদ থেকে অপসারণ
-
প্রতিবছর মানানসই বেতন বাড়ানো
-
আন্দোলনকালীন দিনগুলোকে কার্যদিবস হিসেবে গণনা
-
নতুন ও পুরনো শ্রমিকদের জন্য সঠিক বেতন কাঠামো
-
সিভিল কর্মীদের ন্যূনতম হাজিরা ৫০০ টাকা
-
মাসিক হাজিরা বোনাস ১,৫০০ টাকা নির্ধারণ
-
আন্দোলনের কারণে কাউকে চাকরিচ্যুত না করা
-
বয়স্ক ভাতা ও পুরনো সুবিধা চালু এবং ভারতীয় কর্মকর্তাদের অপসারণ।
শ্রমিকদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে আসে শিল্প পুলিশ, শ্রীপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ। প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করলেও শ্রমিকরা সরে না গেলে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, "শ্রমিকদের সড়ক থেকে সরাতে টিয়ারসেল ব্যবহার করা হয়। এখন পরিস্থিতি শান্ত।"
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছে।
আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, "শ্রমিকদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু কিছু উশৃঙ্খল শ্রমিক আগাম কোনো নোটিশ ছাড়াই সড়ক অবরোধ করেছে।"
একটি মন্তব্য পোস্ট করুন