Top News

নবান্ন অভিযানে বাধা! কড়া নির্দেশ হাইকোর্টের!

২৮ জুলাই নবান্ন অভিযান নিয়ে রায় দিলো কোলকাতা হাইকোর্ট। আইন অমান্য করলে পুলিশ পদক্ষেপ নিতে পারবে, এমনটাই জানান আদালত।



আগামী সোমবার সংগ্রামী যৌথ মঞ্চর ডাকে হওয়ার কথা নবান্ন অভিযান। চাকরিহারা ও চাকরিপ্রার্থী  শিক্ষকদের নিয়ে আয়োজিত এই মিছিলে কোনও রকম অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ। 


হাওড়া মঙলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কয়েক দিন আগে হাইকোর্টে মামলা দায়ের হয়। মিছিল হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, অভিযোগ ছিলো তাঁদের। মামলার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, মিছিল যদি ব্যবসা ও সাধারণ মানুষের কাজে বাধা হয়ে দাঁড়ায়, পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারবে। আদালতের রায়তে স্বস্তি পেয়েছেন সমিতির ব্যবসায়ীরা। যদিও যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ জানিয়েছেন, মিছিলের পথ ব্যবসায়ীদের বাজারের ধারেকাছেও ছিলো না। চক্রান্ত করে ও ভুল তথ্য পরিবেশন করে মামলা করা হয়েছে। ২৮ তারিখের কর্মসূচির পরে তাঁর মঞ্চর পক্ষ থেকে এই মিথ্যে মামলার ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান তিনি। হাওড়া পুলিশের দাবী, বেআইনি জমায়েত, মিছিল ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন