ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষ্যে মহাসমাবেশ হবে। এই দিনটি তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থক সকলের কাছেই গুরুত্বপূর্ণ।
প্রতিবছরের মতন এবারও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই তৃণমূল কর্মী - সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মহাসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আরও উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া দলের বিভিন্ন শীর্ষ নেতৃত্ববৃন্দ।
তবে এবার ২১ জুলাইয়ের সমাবেশে রেকর্ড জমায়েতের টার্গেট তৃণমূলের। উত্তরবঙ্গের প্রতিটি জেলা থেকে নেতা-কর্মীরা আসছেন ধর্মতলায়। ট্রেন ত বটেই এছাড়াও সড়কপথেও আসছেন কর্মীরা। তৃণমূলের দাবী অন্যান্য বছরের থেকে উত্তরের জেলা থেকে এবার সবচেয়ে বেশি জমায়েত হবে।
২১ জুলাইয়ের এই মহাসমাবেশকে ঘিরে ভিক্টোরিয়া হাউসের সামন তৈরী হচ্ছে বিশাল তিনটি মঞ্চ। মূল মঞ্চটি তিন স্তর বিশিষ্ট যার উচ্চতা যথাক্রমে ১১,১২ ও ১৩ ফুট। দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। প্রায় ৬০০ জনের বসার ব্যবস্থা রয়েছে।
দলীয় প্রতীকে সাজানো হবে মঞ্চ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেমন এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট চত্বরে থাকবে ১৫টি জায়ান্ট স্ক্রিন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন প্রায় ১৫০০ জন যারা পুরো ব্যবস্থার নজরদারি করবেন।
তিনটি মঞ্চের একটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ববৃন্দ। দ্বিতীয় মঞ্চটিতে থাকবে শহীদ পরিবারের সদস্যরা। আর তৃতীয় মঞ্চটিতে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।
একটি মন্তব্য পোস্ট করুন