Top News

শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান,নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে



শুটিং ফ্লোরে গুরুতর চোট পেয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল সিদ্বার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান তিনি।

তবে সূত্রের মাধ্যমে জানা যায়, আঘাত এতটাই গুরতর যে আগামী কয়েক মাস শুটিং করতে পারবন না শাহরুখ খান। 

তবে শরীরের ঠিক কোন অংশে তিনি চোট পেয়েছেন, সেটা এখনও প্রকাশ করেনি সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে শোনা যাচ্ছে পেশিতেই আঘাত পেয়েছেন তিনি। এবং চিকিৎসার জন্য শীঘ্রই তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে আধুনিক চিকিৎসার জন্য।

চলতি বছরের মে মাস থেকেই স্পাই থ্রিলার ঘরানার  ছবি কিং এর শুটিং শুরু হয়েছে। মেগা বাজেটের এই সিনেমা মুক্তি হওয়ার কথা ছিলো ২০২৬ সালের প্রথমেই তবে কিন্তু তা যে আর হচ্ছেনা সেটা এখন স্পষ্ট। 

Post a Comment

নবীনতর পূর্বতন