Top News

সল্টলেক সেক্টর থ্রি তে শুরু হয়ে গেলো মেলা


পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সল্টলেকে ঐকতানের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের ব্যবস্থাপনায় ১৭ জুলাই, ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ বালুচরী,কাঁথা ও সিল্ক মেলা। যা চলবে ৩রা আগস্ট, ২০২৫ পর্যন্ত। সময় দুপুর ২ টা থেকে রাত ৮.৩০ টা অব্দি এই মেলাটি খোলা থাকবে।এই মেলাটি বসেছে সল্টলেক সেক্টর থ্রী এর ঐকতানে।

এই মেলায় রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন শিল্পীদের হাতের কাজ যেমন বালুচরী,স্বর্নচুরী,কাঁথাস্টিচ, বাটিক প্রিন্ট সহ নানা কারুপণ্য। 


Post a Comment

নবীনতর পূর্বতন