ছেলে-মেয়ে নির্বিশেষে মুখের ভেতরে ছোটো-বড়ো আকারের ফুসকুড়ির মতো দেখা যায়। অনেক সময় লাল হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লাল অংশের মাঝে সাদা হয়ে যায়।
মুখের ভেতরে এমন ঘা থেকে ব্যথার সৃষ্টি হলে অস্বস্তিতে পড়তে হয়। যেকোনো ধরনের খাবার খাবার ক্ষেত্রেও কষ্টকর হয়ে পড়ে। এরকম হলে এই রোগকে নিয়ে কখনোই অবহেলা করা উচিত নয়।
চিকিৎসকরা জানান, মুখের ভেতরে একাধিক কারণে এই ঘা হতে পারে। তবে, মূলত ভিটামিনের অভাবে এই সমস্যা হয়ে থাকে শরীরের মধ্যে।
এই ধরনের ঘায়ে প্রচন্ড সমস্যা বা ব্যথার সৃষ্টি হলে ঈষধ উষ্ণ গরম জলে কিছুটা নুন মিশিয়ে কুলি কুচি করলে মিলবে রেহাই। এর ফলে ঘা থেকে সৃষ্টি হওয়া ব্যথা থেকে কিছুটা রেহাই পাওয়া যায় এবং সে ঘা এর মধ্যে সৃষ্টি হওয়া জীবাণুও মরে যায়।
ঘা নিরাময়ের জন্য ও ব্যথা কমাতে লবঙ্গ ভালো কাজ করে। লবঙ্গ অ্যান্টি ব্যাকটেরিয়াল যা ঘা দ্রুত সারাতে সাহায্য করে।
এই ধরনের ঘা কমাতে কাচা হলুদ ও বেশ কার্যকরী। কিছুটা কাচা হলুদ বেটে নিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখুন।
একটি মন্তব্য পোস্ট করুন