Top News

বাংলাতেই বলতে হবে! বড়ো সিদ্ধান্ত কোলকাতা পুরসভার!

বাঙালি ও বাংলা ভাষা নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ কোলকাতা পুরসভার। এবার থেকে সকল মিটিঙেই বাংলায় প্রশ্ন করতে হবে কাউন্সিলরদের। হিন্দি বা ইংরেজিতে আর রাখা যাবে না বক্তব্য।

অধিবেশন এবং কার্যবিবরণী সভাতে বাংলাতেই প্রশ্ন পেশ করতে হবে প্রত্যেক কাউন্সিলরকে। কোলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে এমনই নির্দেশ দিলেন চেয়ারপার্সন মালা রায়। পুরসভার সূত্রে খবর পাওয়া গিয়েছে, বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে। বিধানসভা ও বাকি সব জায়গাতেই এই নিয়ম চালু হবে বলে শোনা যাচ্ছে। 

পুরসভার এই নির্দেশিকার বিরুদ্ধাচরণ করেছেন বিরোধী কাউন্সিলর সজল ঘোষ। "ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে।" এমনই মন্তব্য করেন তিনি। অন্য দিকে বাম কাউন্সিলরদের মতে, প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যর সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কেন মাঝপথে এই প্রক্রিয়ায় ভাঙন ধরে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে, বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নিয়েছে পৌরসংস্থা।

Post a Comment

নবীনতর পূর্বতন