Kolkata: আজ ২১ জুলাই। সকাল থেকে জোরকদমে সভার ব্যবস্থা সূচনা চলছে। সবাই খুব উদগ্রীব তৃণমূল নেত্রীর ভাষনের জন্য। বিভিন্ন জায়গা থেকে যেমন নেতানেত্রীরা আসছেন, তেমনই জেলা থেকে দলীয় কর্মীরাও ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। তাঁদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
আজকের সভাগৃহে তৃণমূলকর্মীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।খাবারে গরম ভাত, ডাল, ডিমের তরকারি দেওয়া হয়েছে। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকা থেকে ইতিমধ্যেই ৪ হাজার কর্মী এসে পৌঁছেছেন। এমনকী পাশাপাশি বাঁকুড়া, নদীয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ আরও অনেক জায়গার বিভিন্ন সরকারী কর্মচারী এবং দলের বিভিন্ন নেতা নেত্রীরা আজ এসে দলবদ্ধ হয়েছে।
উত্তীর্ণ সভাগৃহের তিনটি ফ্লোরেই দলীয় কর্মীরা রয়েছে। কেউ কেউ আবার গতকালই এসেছেন এখানে। আসার পরেই ধর্মতলার সভামঞ্চে চলে গিয়েছেন। সকাল হতেই তৌরজৌর শুরু হয়েছে। আজ কী বার্তা দেবে তৃণমূল নের্তৃত্ব ছাব্বিশের ভোটের আগে ? তা নিয়ে পুরুলিয়ার এক তৃণমূল কর্মী জানিয়েছেন, আমরা শুধুই আমাদের নেত্রী মাননীয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে আন্দোলন করছেন, ঠিক কালকে সেই বার্তা শোনার জন্য এসেছি।'
আজ মুখ্যমন্ত্রী বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন। যারা আজকের দিনে শহীদ হয়েছেন তাদের জন্য শোক পালন করে ভাষন দেওয়া শুরু করবেন।
ছাব্বিশের ভোটের আগে এটাই তৃণমূলের শেষ ২১ জুলাই। কোন পথে মিছিল এগোবে, পাশাপাশি আচমকা সমস্যায় পড়লে কোন হেল্পলাইনে ফোন করতে হবে, জানাল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, শিয়ালদা থেকে মিছিল SN ব্য়ানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা পৌঁছবে। শ্য়ামবাজার মিছিলগুলি সেন্ট্রাল অ্য়াভিনিউ, SN ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে ধর্মতলা। হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি যাবে ব্রেবোর্ন রোড।
আজ সভাতে কেউ কোনো বিপদের সম্মুখীন হলে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। ৩টি টোল ফ্রি নম্বর 1073, 98308-11111, 98300-10000.
একটি মন্তব্য পোস্ট করুন