Top News

আনাজের দাম আকাশ ছোঁয়া, দাম বাড়তে পারে আরও

বিগত বেশ কিছু দিন ধরে বৃষ্টি বাদল এর সম্মুখীন হচ্ছে বঙ্গবাসী । তবে বৃষ্টির পরে জমা জল শুকানোর মত রোদের দেখা না মেলায় চাষের জমি জলমগ্ন অবস্থায় থাকছে। অতিরিক্ত জমা জলের জন্য চাষাবাদ বন্ধ রয়েছে। চাষিরা জানান যে অধিকাংশ আনাজ গাছে ফুল পর্যন্ত ধরছে না, অনেক সময় গাছ গুলি মারা যাচ্ছে । শুধু মাত্র আনাজ নয়, ফুল চাষিরাও সমস্যার মুখে পরেছেন। পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় ফুল চাষের জমিতে জল জমে থাকায় ফুল চাষ ব্যাহত হচ্ছে। ফলে ফুলের দাম ও বাজারে আকাশ ছোঁয়া । আনাজ বাজার করতেই মধ্যবিত্ত মানুষের মাথায় হাত। উত্তর কলকাতা ও দক্ষিন কলকাতার বাজারে বেগুন, কাঁচা লঙ্কা, পটল ইত্যাদির দাম বেড়েছে । আগামী দিনে দাম আর বাড়ার সম্ভাবনা রয়েছে। যে ভাবে বৃষ্টি হচ্ছে তাতে আগামি দিনে আনাজের দাম কমার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। শুধু মাত্র অতিবৃষ্টি নয় নিকাশি নালার বেহাল দশাও দাম বৃদ্ধি ও সবজির কম উৎপাদনর কারন।  উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, হাওড়া, হুগলী জেলায় অতিবৃষ্টির ফলে বেশির ভাগ খেত জলের তলায়। আরও জানা গিয়েছে যে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে।



পটল, বেগুনের পাশাপাশি ওল বা কচুর দাম ও বেরেছে অনেক। এমন কি আলু, বা রসুনের ও দাম বৃদ্ধি পেয়েছে। রসুন ৩৫০ টাকা কেজি, পেয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। 

বাজারের দাম নিয়ন্ত্রনের টাস্ক ফর্স এর সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান ''বাজারের আনাজের দামের অপর নজরদারি চলছে তবে আপাতত শীতের সবজি না আসা পর্যন্ত দাম কিছু টা বেড়েই থাকবে।''

Post a Comment

নবীনতর পূর্বতন