Top News

ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করবে অন্তবর্তী সরকার, আশা মির্জা ফখরুলের

আগামী বছরের ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার সকাল ১০টার দিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, অন্তবর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে।

তিনি আরও সাংবাদিকদের বলেন “একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।”

এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকসহ দলীয় নেতারা মির্জা ফখরুলকে স্বাগত জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি  কামনা করে মোনাজাত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন