Top News

পুলিশের বাঁধার মুখে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা

সংগৃহীত

আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে যমুনা ( অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয়) অভিমুখে পদযাত্রা শুরু করেন চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা। তাঁরা তাদের দাবি আদায় করতে যমুনা ঘেরাও করবেন বলেই এই পদযাত্রা। তবে পদযাত্রাটি কাকরাইল মোড় যেতেই পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

ক্ষমতাচ্যুত বিগত আওয়ামীলীগ সরকারের আমলে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরি ফেরত, বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর করাসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।

সংগৃহীত

চাকরিচ্যুত বিডিআর সদস্যের ছেলে মারুফ সরকার বলেন, পুলিশ তাঁদের পদযাত্রায় জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান করছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ছুড়েছে। লাঠিপেটা করেছে।

সাংবাদিকদের প্রশ্নের মুখে মনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশ্য পদযাত্রা করায় তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন