Top News

ফের ধর্ষণ শহরে! জেলবন্দি যুবকের মুক্তির কথা বলে স্ত্রীকে হেনস্থা, এফআইআর পার্কস্ট্রিট থানায়

 


এবার ধর্ষণের অভিযোগ উঠল কলকাতার 'প্রাণকেন্দ্র' পার্ক স্ট্রিটে। স্বামী জেলে বন্দি। তাঁকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়েএক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনাকর্মীর বিরুদ্ধে। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রে ফতার করা হয়েছে অভিযুক্তকে।

আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।


জানা গিয়েছে, অভিযুক্তের নাম মুজিবুর রহমান, বর্তমানে অসমে কর্মরত। নির্যাতিতা মহিলার বাড়ি বর্ধমানে।


বুধবার রাতে পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ পদক্ষেপ করে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় মুজিবরকে।


ঠিক কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, মহিলার বয়ান অনুসারে, কলকাতার এক গেস্টহাউসে নিয়ে এসে তাঁর ওপর অত্যাচার চালায় অভিযুক্ত। স্বামীর জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতির টোপ দিয়ে বীরভুম থেকে কলকাতা নিয়ে আসা হয়ছিল তাঁকে।


এদিকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার সূত্রপাত, এক মাস আগে। বীরভূমের এক বিস্ফোরণ সংক্রান্ত মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-এর হাতে গ্রেফতার হন ওই মহিলার স্বামী। সেই সূত্রেই মুজিবর রহমানের সঙ্গে স্বামীর জামিনের ব্যাপারে যোগাযোগ করেন তিনি। বিশদে আলোচনা করে তবেই জামিনের ব্যাপারে সাহায্য করা সম্ভব, কিছুটা এমনই কথা বুঝিয়ে কলকাতায় নিয়ে আসেন ওই ব্যক্তি।


সুযোগ মতো একদিন কথা বলার জন্য মহিলাকে গেস্টহাউসের রুমে ডেকে পাঠান মুজিবর। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।


এদিকে জামিনও পান মহিলার স্বামী। তারপর তিনি জানতে পারেন এই ঘটনার কথা। স্বামীর কথাতেই পুলিশে অভিযোগ জানান নির্যাতিতা। তারপর বীরভূম থেকে মুজিবরকে গ্রেফতার করে পুলিশ।


এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে ১৩ বছর আগে পার্কস্ট্রিটেই ঘটে যাওয়া এক ধর্ষণের কথা।

Post a Comment

নবীনতর পূর্বতন