Top News

নিউটাউনে, ' নিজন্ন' এবং 'সুজন্ন' আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে , নিন্ম আয়ের মানুষদের ফ্ল্যাট দেওয়া হবে! জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


 রাজারহাটে ৭ একর এলাকা জুড়ে বিশালাকার আবাসন তৈরি করছে রাজ্য সরকার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন নিউটাউনে নিজন্ন-সুজন্ন আবাসন প্রকল্পের। এদিন প্রকল্পের উদ্বোধন করতে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানান, ‘৫টা বড় প্রকল্পের উদ্বোধন করলাম’। পাশাপাশি, প্রত্যেক প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তারও একটা হিসাব দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনে সাত একর জমিতে বিশালাকার আবাসন তৈরি করা হচ্ছে। নবান্নের সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হচ্ছে নিজন্ন। তিনি বলেন, ‘ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য ১৫ তলা আবাসন তৈরি হয়েছে। ১২১০টি ফ্ল্যাট আছে। অনেক মানুষকে মাথা গোঁজার ঠাঁই দেওয়া যাবে। নবান্নের সঙ্গে মিলিয়ে তাঁর নাম দিয়েছি নিজন্ন। এলআইজি ক্যাটগরির জন্য ১৬ তলা আবাসন থাকছে। তার নাম রেখেছি সুজন্ন। এখানে ৭২০টা ফ্ল্যাট রয়েছে’।

তিনি জানান, নিজন্ন ও সুজন্ন তৈরিতে বিনামূল্যে ৭ একর জমিতে রাজ্যের ব্যয় ২৯০ কোটি টাকা। তবে বাজারদরের তুলনায় ফ্ল্যাট মিলবে অনেক সস্তায়। মূলত নিম্ন আয়ের মানুষের জন্যই এই প্রকল্প। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা চাই প্রতিটি মানুষের মাথার ওপর ছাদ থাকুক’। উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান লটারির মাধ্যমে বিক্রি হবে ফ্ল্যাট যাতে সম্পূর্ণ স্বচ্ছতা থাকে।

এখানেই শেষ নয়, রাজারহাটে তৈরি হচ্ছে বহুতল পার্কিং লট সুসম্পন্ন। এখানে এক সঙ্গে দেড় হাজারেরও বেশি গাড়ি পার্কিং করা যাবে। শিশুদের জন্য লেক সমেত বিনোদন পার্ক ‘তরন্ন’ তৈরি করছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, ৫টি বড় প্রকল্প মিলিয়ে রাজ্যের মোট খরচ হয়েছে ৪৫৫ কোটি ৫০ লক্ষ টাকা।




Post a Comment

নবীনতর পূর্বতন