জীবনে সফল হতে চাননা এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। কারন প্রত্যকেই জীবনে সফলতা অর্জন করতে চায়। প্রত্যকটা মানুষেরই রয়েছে নির্দিষ্ট লক্ষ্য ও আকাঙ্খা। সবাই নিজেকে সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চায়। তবে সুর্নিদিষ্ট কিছু কৌশল অবলম্বন করলে জীবনে সফলতা দ্রুতই আসবে।
১. নিজেকে জানুন
প্রথমেই নিজের বিষয়ে ভালো করে জানতে হবে। আপনার আগ্রহ কিসে? আপনার দূর্বলতা কোথায়? আপনি কোন কাজে আনন্দ পান? আপনি কোন কাজে বেশি দক্ষ? এই প্রশ্নগুলো নিজেকে করবেন এর উত্তর নিজেই বের করবেন। এসব উত্তর থেকেই আপনাকে সঠিক ক্যারিয়ার বেছে নিতে সাহায্য করবে।
২. নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন
আপনি নিজেকে আপনার পড়াশোনা শেষে কোথায় দেখতে চান সেটা ভাবুন এবং সেই লক্ষ্যটা নির্ধারণ করুন। যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই নাকি বড় ডাক্তার হতে চাই অথবা বড় রাজনীতিবিদ হতে চাই অথবা বড় শিল্পী হতে চাই। কারণ লক্ষ্য ছাড়া চললে আপনি দিক হারাতে পারেন শেষে কোনটাই হবেনা।
৩. সঠিক দক্ষতা অর্জন করুন
আজকের চাকরির জগতে টিকে থাকতে হলে প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা। প্রয়োজন ইংরেজি ভাষার দক্ষতা। সাথে যোগাযোগ ও দ্রুত সমস্যা সমাধানের যোগ্যতা। পারফরম্যান্স স্কিলস বাড়ানোর মাধ্যমে আপনার কাজের দক্ষতা বাড়াতে পারেন। যেমন: MS Word, Excel,PowerPoint, Graphics, Adobe Premiere Pro, Data analysis, Canva, Spoken English Course প্রভৃতি শিখে দক্ষতা বাড়ানো যেতে পারে।তাহলে চাকরর বাজার সহজ হয়ে যাবে।
৪. নেটওয়ার্কিং বাড়ান
আপনার ক্যারিয়ারের অগ্রগতির জন্য নেটওয়ার্কিং এর গুরুত্ব সর্বাধিক। মানুষের সাথে যোগাযোগ গড়ে তুলুন। শিক্ষকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। বর্তমানে নেটওয়ার্কিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো অনলাইন নেটওয়ার্কিং। এজন্য আপনার অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি উন্নতমানের করুন। ভালো নেটওয়ার্ক আপনাকে সুযোগ এনে দিতে পারে।
৫. ইন্টার্নশিপ করুন
ইন্টার্নশিপ মানেই ক্যারিয়ারের ভিত্তি শক্ত করা। ইন্টার্নশিপ আপনাকে তাত্ত্বিক জ্ঞান থেকে বেরিয়ে বাস্তব কাজ শেখাবে। আপনি অফিসের পরিবেশ, সহকর্মীদের সাথে কাজ করা, কাজের নিয়ম মেনে চলা, দায়িত্ব পালন করা, সময় মেনে চলা প্রভৃতি শিখতে পারবেন। ইন্টার্নশিপ পেইডও হতে পারে, আনপেইডও হতে পারে। তবে শুরুতে শেখার জন্য,অভিজ্ঞতা নেওয়ার জন্য বেতন না পেলেও ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ। পড়াশোনা চলাকালে অন্তত ১-২টি ইন্টার্নশিপ করুন নিজের জন্য, অভিজ্ঞতার জন্য আর ভালো ভবিষ্যতের জন্য।
সফল ক্যারিয়ার কেবল চাকরি পাওয়ার নাম নয়, বরং নিজেকে প্রতিদিন একটু একটু করে দক্ষ হিসেবে গড়ে তোলার প্রয়াস।
নিজের প্রতি বিশ্বাস রাখুন, শেখা চালিয়ে যান। পরিশ্রমী হোন, সৎ থাকুন তবে সফলতা আসবেই।
একটি মন্তব্য পোস্ট করুন