Top News

কসবা কান্ডের পর, এবার কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে জারি হচ্ছে নতুন নির্দেশিকা

 

প্রতীকী চিত্র
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে প্রায় ১৭৪ টি কলেজ। কসবা আইন কলেজে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কড়া হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজ রয়েছে সেগুলোর জন্য খুব শীঘ্রই তৈরি হবে নির্দেশিকা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের থেকে প্রতিনিধি পাঠিয়ে নিয়মিত কলেজ পরিদর্শনের কথাও ভাবছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রায় ১৭৪ টি কলেজে সদ্য উত্তীর্ণ বা প্রাক্তনীদের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার কথা বলা হবে। সাথে বর্তমান পড়ুয়াদের কলেজে প্রবেশের ক্ষেত্রেও আইডেন্টিটি কার্ড বা পরিচয় পত্র ব্যবহারের কোথাও উল্লেখ করা থাকবে নির্দেশিকায়। কসবা আইন কলেজ-এর ঘটনার পরে বেশ কয়েকবার অভ্যন্তরীণ বৈঠক সেরেছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা। 

পর্যবেক্ষণে তারা জানিয়েছেন শুধুমাত্র সাউথ কলকাতা ল কলেজ ই নয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে তার কোনোটিতেই পরিচালন সমিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নেই। তাই অ্যাডভাইজারিতে কলেজগুলির পরিচালন সমিতি গুলিকে পুনর্গঠন করা হবে এবং একজন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাখার বিষয়ও জোর দেওয়া হবে। তাই মাঝে মাঝেই কলেজগুলিতে বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি পাঠিয়ে কলেজের পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে যে নির্দেশিকা জারি হচ্ছে তাতে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে,

➡️ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে  নজরদারির জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকা আবশ্যিক ।

➡️ নির্দিষ্ট সময়ের আগে বা পরে কলেজ ক্যাম্পাসে কোন পড়ুয়া থাকতে পারবে না।

➡️ প্রয়োজনে কলেজ নিরাপত্তা রক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে।

➡️ প্রত্যেকটি কলেজে  শিক্ষক ও শিক্ষা কর্মীদের পাশাপাশি পড়ুয়াদের হাজিরা খাতার ব্যবস্থা করতে হবে। 

অপরদিকে মঙ্গলবার থেকে সাউথ ক্যালকাটা ল কলেজের পঠন-পাঠন শুরু হয়েছে। কিন্তু ঐদিন স্নাতকোত্তর এর কোন পড়ুয়া উপস্থিতি ছিলনা। বুধবার পড়ুয়ারা এলেও সংখ্যা ছিল গুটি কয়েকমাত্র। 

Post a Comment

নবীনতর পূর্বতন