দিনাজপুরের বিরামপুরে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (বয়স-৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে একই উপজেলার একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী শিশুটির পরিবার থেকে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি তার বাড়ির প্রায় ৪০০ মিটার দূরে শালবন এলাকায় গিয়েছিলো। সন্ধ্যায় সে একা সেখান থেকে বাড়ি ফিরছিলো। পথে একটি কালভার্টের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলাম শিশুটির পথ রোধ করেন। এসময় সাইফুল ইসলাম শিশুটিকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান এবং ধর্ষনের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসে এবং সাইফুল ইসলামকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হলে, তিনি পুলিশকে খবর দেন। আজ দুপুরে সাইফুল ইসলামকে আদালতে পাঠানো হবে।
একটি মন্তব্য পোস্ট করুন