Top News

ফের বাংলাদেশে বিমানের যান্ত্রিক ত্রুটি, রক্ষা পেল ২৮৭জনের জীবন

আজ বৃহস্পতিবার ২৪শে জুলাই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময় সকাল ৮টা ৩৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। 

কিন্তু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পরেই যান্ত্রিক ত্রুটির কারনে আবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী  অবতরণ করে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ২৮৭জন যাত্রী ছিলো। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছন। এবং তিনি জানান যাত্রীরা নিরাপদে আছেন। পরে থেকে মাস্কট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে বেলা ১১ টায় আটকে পড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। সর্বশেষ জানা গিয়েছে যে যান্ত্রিক ত্রুটি বের করার জন্য বিমানের প্রকৌশল বিভাগ কাজ করছে।


Post a Comment

নবীনতর পূর্বতন