বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা সংস্কারের বড় পদক্ষেপ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। রাজ্যে ১ জুলাই থেকে শুরু হয়েছে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া, যা চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এর মাধ্যমে একদিকে যেমন নতুন ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে, তেমনই তালিকায় থাকা অবৈধ নাম বাদ দেওয়া হবে।
ইসিআই জানিয়েছে, এই মুহূর্তে বিহারে ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে প্রায় ৫২.৩ লক্ষ ভোটারকে তালিকাভুক্ত ঠিকানায় পাওয়া যায়নি। অনেকে অন্যত্র সরে গিয়েছেন, কেউ মারা গিয়েছেন, আবার কোথাও কোথাও একই ভোটারের একাধিক নাম পাওয়া যাচ্ছে। এজন্যই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন প্রশিক্ষিত বুথ লেভেল অফিসাররা (BLO)। কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০০৩ সালের পর যাঁরা ভোটার তালিকায় নাম তুলেছেন, তাঁদের নাগরিকত্ব প্রমাণে জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত নথি দিতে হবে। এই নিয়ম নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক ছড়িয়েছে।
ভোটারদের থেকে ফর্ম পূরণ করে তা সংগ্রহ করা হচ্ছে, বুথের সংখ্যা ও সীমাও নতুন করে নির্ধারণ করা হচ্ছে যাতে প্রতি বুথে ১২০০ ভোটারের বেশি না হয়।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি জানানো যাবে, ২৫ সেপ্টেম্বরের মধ্যে সেই আপত্তি নিষ্পত্তি হবে। ৩০ সেপ্টেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।
প্রসঙ্গত, বিহারে শেষবার ২০০৩ সালে এমন বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল। তখনও বড় সংখ্যায় ভুল তথ্য ও ডুপ্লিকেট নাম ধরা পড়েছিল। এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ করার চেষ্টা করছে কমিশন। এখন দেখার, ভোটের আগে এই তালিকা সংশোধনের ফলে শেষ পর্যন্ত কতজন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন আর কতজনের নাম বাতিল হয়, আর এই প্রক্রিয়া ঘিরে বিতর্ক কত দূর গড়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন