বেশিরভাগ কৃষকই বর্তমানে ফুল চাষে নজর দিয়েছেন। সারা বছর ফুল চাষ মাত্রায় বেশি পরিমাণে লাভ এনে দিচ্ছে কৃষকদের। এই ধরনের ফুলের মধ্যে অন্যতম ফুল হলো গোলাপ।
সারাবছরই গোলাপ ফুলের চাহিদা দেখতে পাওয়া যায় বাজারে। তবে বর্ষার মরসুম এলেই গাছের একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে। নয়তো ক্ষতির সম্মুখীন হতে হয় ফুল চাষীদের। বর্ষায় অতিরিক্ত জল জমে গাছের শিকড় পচে নষ্ট হয়ে যায়। এছাড়াও পর্যাপ্ত নাইট্রোজেন ও আয়রনের অভাবে গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যায়। আর ঠিক এই সময়েই করাত মাছি এবং জাব পোকা এই গাছের অনেকটাই ক্ষতি করে থাকে। এই সময় গাছের গোড়ার মাটি যেন খুব বেশি ভেজা না থাকে। ক্ষতিকারক পোকামাকড় থেকে রক্ষা করতে মাটিতে কীটনাশক ও ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন