Top News

আমায় আঘাত করলে আমি টর্নেডো হয়ে যাই : মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়



আজ সোমবার ২১শে জুলাই তৃণমূলের মহাসমাবেশে বক্তব্যকালে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে উদ্দেশ্য করে প্রবল আক্রমণ করেন। তিনি বলেন আমায় শান্ত থাকতে দাও, আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রেখো তখন আমি টর্নেডো হয়ে যাই, তখন আমি তুফান হয়ে যাই। আগামী দিনে দেখা হবে, খেলা তো আবার হবে।  আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে। একেবারে ছক্কা মারতে হবে। আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। 

বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে। নতুন করে হওয়ার নেই। দিল্লীতে পরিবর্তন হওয়ার আছে। আগামীদিন দিল্লীকে পরিবর্তন করতে হবে। আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ পর্যন্ত বিদায় না নিচ্ছো আমাদের কেউ থামবে না লড়াইয়ে। ইঞ্চিতে ইঞ্চিতে বিনাযুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেনা। এটা মানুষের কাছে মাথা নত করবো, তবুও তোমাদের মত অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয়। তোমরা হচ্ছো দেশের কলঙ্ক। 

আরও তিনি বক্তব্যকালে কর্মীদের উদ্দেশ্য আরও বলেন, ৯ আগস্ট থেকে রাজ্যের প্রতিটি ব্লকে শুরু হবে 'বিজেপি ভারত ছাড়ো কর্মসূচি'।  একুশের মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে  জোরালো রাজনৈতিক অভিযান শুরু করার আহ্বান জানান তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন