Top News

আজ আমাদের ছুটিও ভাই,আজ আমাদের ছুটি


"ছোট্ট হাতে হবে না আঁকা আর,

রঙিন কোনো স্বপ্ন। 

হারিয়ে গিয়েছে তারা চিরতরে, 

এ যেন দুঃস্বপ্ন।। "

এ দুঃসহ স্মৃতি নিয়ে আগামী ভোর হবে। কিন্তু সে প্রিয় সন্তান আর ফিরে আসবে নাহ। তাদের দেখা সে রঙিন স্বপ্নেও বাবা-মা আর কখনো বিভোর হবে না।

প্রতিদিনের মতন আজও মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কতশত বাবা-মা অপেক্ষায় ছিলো, একটু পরেই আমার বাচ্চাটার স্কুল ছুটি হবে। ছুটিও হলো, কিন্তু চিরজীবনের মতো, ঘরে আর ফেলা হলোনা বাবা-মা এর আঙুল ধরে।

তারা আর যেতে পারবে না স্কুলে, আর করতে হবে না তাদের হোমওয়ার্ক,  আর বসতে হবে না পড়ার টেবিলে, বসতে পারবে না পরীক্ষার রুমে, এ যেন এক ইহজাগতিক ছুটি।

কিন্তু শেষ হবে না ঘরে ফিরে যাওয়ার অপেক্ষার।স্কুল শেষে মা বাবার কোলে সন্তানের  ফিরে যাওয়ার অপেক্ষার পথ আর ফুরাবে না। কত বাবা-মা অপেক্ষায় ছিলো একটু পরেই তার সোনামণি ঘরে ফিরে জড়িয়ে ধরে বলবে, "মা জানো তো আজ স্কুলে কি কি হয়েছে?" আর করবেনা আবদার "বাবা আমাকে আইসক্রিম কিনে দাও?"হলো না তাদের আর ঘরে ফিরে যাওয়া। তাদের একেবারেই সবকিছু থেকে ছুটি হয়ে গেলো....


Post a Comment

নবীনতর পূর্বতন