Top News

'বাঙালি' ইস্যুতে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের

 'বাঙালি' বিতর্কের মাঝে নতুন বিতর্ক। এবারে এ রাজ্যে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের কড়া হুঁশিয়ারি শাসকদলের এই কাউন্সিলরের।


বর্তমানে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্থা ইস্যুতে সরগরম পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত রাজ্যে বারাবার বাঙালিদের হেনস্থার অভিযোগ আনছে তৃণমূল। এবার এই পরিস্থিতির মধ্যেই পাল্টা আক্রমণ তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর। একটি ভাইরাল ভিডিওতে আসানসোলের ৭৮ নং ওয়ার্ডের এই কাউন্সিলরকে রীতিমতো হুমকি দিতে শোনা যায় কিছু ভিন রাজ্যের শ্রমিকদের। তিন পরিস্কার বলেন, "ইসকোর আধুনিকীকরণ হলে, বাইরে থেকে কেউ এলে কাজ করতে দেওয়া হবে না। এলে নিজেদের দায়িত্ব আসবেন।" 


অশোক রুদ্রর এই 'শাসানি'র বিরুদ্ধে গর্জে ওঠেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করে জানান "হুমকি দিয়ে কিছু হবে না..এর শোষ দেখে ছাড়বো।"


যখন বাঙালিরা অন্যত্র আক্রান্ত, হেনস্থার শিকার, তখন তৃণমূল কাউন্সিলরের এমন বিতর্কিত বার্তা এই ইস্যুতে কতোটা প্রভাব ফেলবে সেটাই দেখার।

অশোক রুদ্র

Post a Comment

নবীনতর পূর্বতন