Top News

মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, মিলল পচাগলা দেহ


 New Delhi: গত ছয় দিন থেকে নিখোঁজ ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী স্নেহা দেবনাথ। পর পর ছ-দিন টানা তল্লাশির পর যমুনা নদী থেকে মিলল স্নেহার নিথর পচাগলা দেহ। মেয়ের নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল আঞ্চলিক থানায়। সেইমত তল্লাশি অভিযানে নেমেছিল পুলিস। অবশেষে ছয়দিন পর মেয়েকে এই অস্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার আশা হয়ত কল্পনাও করেননি মৃতার পরিবার।

জানা গিয়েছে গতকাল,অর্থাৎ রবিবার পূর্ব দিল্লির কাছে গীতা কলোনি লাগোয়া নদীতে ভাসতে দেখা যায় একটি দেহকে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সেখানকার লোকাল থানায়। পুলিস এসে দেহটি উদ্ধার করে জানায় দেহটি নিখোঁজ স্নেহা দেবনাথের। ইতিমধ্যে দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

 দক্ষিণ দিল্লির পরিবেশ কমপ্লেক্সে পরিবারের সঙ্গে থাকত স্নেহা। ১৯ বছরের মৃতা তরুণী দিল্লির আত্মারাম সনাতন ধর্ম কলেজের বি.এস.সি গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জীবনের অন্তিম সিদ্ধান্ত নেওয়ার আগে একটি সুইসাইড নোট রেখে গিয়েছে স্নেহা। যাতে তিনি লিখেছিলেন ''আমি নিজেকে ব্যর্থ ও বোঝা মনে করতাম, এইভাবে বেঁচে থাকা আর সহ্য হচ্ছিল না। আমি সিগনেচার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি'। এর পাশাপাশি এই মৃত্যুর দায় তার নিজের ওপর জানিয়ে সে লিখে গেছে 'এটা আমার সিদ্ধান্ত" এবং এতে কারও কোনো দোষ নেই'। কিন্তু ঠিক কোন কারণে সে এমন অবসাদের শিকার হল  তা নিয়ে উঠছে প্রচুর জল্পনার সৃষ্টি হয়েছে।


ইতিমধ্যে ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহা। তিনি মৃতার পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 

তবে এখনও অবধি এই বিষয়ে নতুন কোন তথ্য পাওয়া যায়নি বলে সূত্রের খবর। 


Post a Comment

নবীনতর পূর্বতন