Top News

প্রাচীন গাছের জন্য আটকে গেল রাস্তা সম্প্রসারণের কাজ

 ব্যারাকপুর ও বারাসাত রোডে রাস্তা সম্প্রসারণের জন্য প্রায় প্রাচীন ৩০০ টি গাছ বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাটি ব্যারাকপুর মহকুমা সদরের সঙ্গে বারাসাত জেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করে। এছাড়াও ১২ নম্বর জাতীয় সড়ক ও কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যেও গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে। 

জানা গিয়েছে, স্থানীয় বিধায়ক, পুরসভা এবং জনপ্রতিনিধিরা মিলে পূর্ত দপ্তরের কাছে এই রাস্তা চওড়া করার আবেদন জানান, আবেদন মঞ্জুর হলেও বাধা হয়ে দাঁড়িয়েছে এই বহু প্রাচীন গাছগুলি। সেগুলি কাটা বা সরানো কার্যত অসম্ভব তাই বর্তমানে এই রাস্তা সম্প্রসারণের কাজ স্থগিত রাখা হয়েছে। 

তবে, পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের ১৫ নম্বর রেলগেট উড়ালপুল এর কাছে লালকুঠি থেকে ওয়ারলেস মোড় পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। সেখানেও প্রাথমিকভাবে সমস্যা ছিল বিদ্যুতের স্তম্ভ বা খুঁটি সরানো। তবে আবেদনের পর বিদ্যুৎ দপ্তরকে স্তম্ভ সরানোর জন্য ছয় কোটি টাকা দিতে রাজি হয়েছে পূর্ত দপ্তর। 


এছাড়াও এই রাস্তার নিচে রয়েছে গুরুত্বপূর্ণ বহু ইউটিলিটি সার্ভিস। তা  সরিয়ে নতুন করে ড্রেন তৈরি করে রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। রাস্তাটি বর্তমানে চওড়ায় ৭ মিটারের রয়েছে।  সেখানে প্লেভার ব্লক বসিয়ে  রাস্তা তৈরী করা হবে। লালকুঠি থেকে ওয়ারলেস মোড় পর্যন্ত প্রায় কুড়ি কোটি টাকা এবং ওয়ারলেস মোড় থেকে হেলাবটতলা মোড় পর্যন্ত প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করা হবে।

 তবে বড় সমস্যার সম্মুখীন হয়েছে, ওয়ারলেস মোড় থেকে হেলা বটতলা মোড় পর্যন্ত যেখানে রয়েছে তিনশোর বেশি প্রাচীন গাছ। তবে পরিবেশগত কারণে এবং আইনি জটিলতার কারণে সেগুলি কাটা সম্ভব নয় বলেই জানিয়েছে পূর্ত দপ্তর। 

Post a Comment

নবীনতর পূর্বতন