আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বাঘদের সংরক্ষণের প্রচেষ্টা নিয়ে পালিত হয় এই দিন।
২০১০ সালে রাশিয়ায় সেইন্ট পিটার্সবার্গ ব্যাঘ্র অধিবেশনে ২৯ জুলাই 'গ্লোবাল টাইগার ডে' হিসেবে ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী ভ্লাদিমির পুতিন।বাঘদের সংরক্ষণ ও বাঁচানোর উদ্দেশ্য নিয়েই উদযাপিত হয় দিনটি। একই সঙ্গে জনসাধারণকে এই বিষয়ে সচেতন করাও মূলমন্ত্র আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের।
বিভিন্ন দেশে এই দিনটিতে বাঘদের সংরক্ষণকে কেন্দ্র করে কর্মসূচি ও অধিবেশন রাখা হয়। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনে ঘোষণা করেন, ভারতে বাঘের সংখ্যা ৩০০০ ছুঁই ছুঁই। ২০২৩ সালে তা বেড়ে হয় ৩,৬৮২। ২০২৪ সালে ব্যাঘ্র দিবসের বিষয় ছিলো 'কল ফর অ্যাকশন্'।
গতকাল সন্ধেয় 'নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি' এর পক্ষ থেকে একটি অনুষ্ঠান হয়। আমন্ত্রিত ছিলেন ভারতীয় বনবিভাগের আধিকারিকরা। এছাড়াও সেখানে প্রকাশিত হয় 'দ্য কং অ্যান্ড দ্য প্রিন্স' নামের একটি বই।
![]() |
সদ্য প্রকাশিত 'দ্য কিং অ্যান্ড দ্য প্রিন্স' |
একটি মন্তব্য পোস্ট করুন