Top News

ভিন রাজ্যে আটক হওয়া শ্রমিকদের বাসস্থানের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব বিজেপি দল নেতার

 Kolkata: ভারতের বিভিন্ন রাজ্যের সন্দেহভাজন শ্রমিকদের, যারা সরকার দ্বারা আটক হয়েছেন, তাদের পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।  সোমবার বোলপুরে এক প্রশাসনিক সভা থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান তিনি। এবং যেসব শ্রমিকদের বাসস্থান নেই তাদের কাম্পে রাখার পরামর্শ দিয়েছেন। 

 মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে তাঁর পশ্চিমবঙ্গে বাড়ি থাকবে না কেন? কেন তাদের ক্যাম্প করে দিতে হবে? কেন করে দিতে আধার কার্ড।

এদিন বোলপুরে বাংলার মুখ্যমন্ত্রী সভা করেছিলেন। সেই সভায় ভিনরাজ্যে কর্মরত বাংলাভাষী শ্রমিকদের উদ্দেশে মমতা বলেন, 'বলুন, কবে আসবেন? আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। যেমন কোভিডের সময়ে এনেছিলাম। চলে আসুন। কোনও দরকার নেই বাইরে থাকার। যারা ভালোবাসে না, তাদের ওখানে থাকবেন না। এখানে আপনাদের রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। আপনাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে।' 

এর পরই প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ তিনি বলেন, 'এদের জন্য একটা প্রকল্প বানাতে হবে। যারা ফিরে আসবে তাদের তো বাড়ি আছেই। না থাকলে ক্যাম্প করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে সঙ্গে করে দিতে হবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে  শেষে এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, 'আরে ক্যাম্প কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয়, তার বাড়ি তো পশ্চিমবঙ্গে। তার আধার কার্ড আছে। বলছে, আধার কার্ড করে দেও। স্বাস্থ্যসাথীর কার্ড দেও। বাঙালি টাঙালি কিচ্ছু না। রোহিঙ্গা মুসলমান, আর বাঙালি মুসলমানকে বাঁচাতে চায় রোহিঙ্গাদের খালা মমতা বন্দ্যোপাধ্যায়'।

Post a Comment

নবীনতর পূর্বতন