Top News

দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের ব্যাবসা, গ্রেপ্তার ৭ জন

 Murshidabad: বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায় চলছিল দীর্ঘদিন ধরে মধুচক্রের কারবার। পুলিশ খবর পেয়ে সেই ডেরায় হানা দেয় এবং সেই সন্দেহভাজন ব্যাক্তিদের আটক করেন। গত রবিবার দুপুরে বলরামপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি শ্যামসুন্দর মণ্ডল নামে এক ব্যক্তির। সম্প্রতি যা প্রতি মাসে ৭ হাজার টাকা বিনিময়ে ভাড়া নেয় অক্ষয় নুনিয়া ও তার স্ত্রী শম্পা শিল নুনিয়া। এরপর শুরু হয় পতিতালয়ের ব্যবসা। যার খবর পৌঁছয় পুলিশের কাছেও।

রবিবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে তদন্ত চালাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শম্পা শিল নুনিয়া, অক্ষয় নুনিয়া, গোলাম রসুল, অঙ্কুর রায়, সায়ন দাস, প্রীতম বারুই ও অমিত মণ্ডল। ধৃতদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। পাশাপাশি, এক নাবালিকাকেও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে দায়ের হয়েছে পাচার, যৌন নিগ্রহ ও পকসো মামলা।

্পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে কেন্দ্র করেই তারা এই বাবসা চালাছিল। পরে সেই নাবালিকাকে এক আশ্রমে পাঠানোর বাবস্থা করা হয়, এবং সেই অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখা হয়। 

Post a Comment

নবীনতর পূর্বতন