ভারতের প্রধানমন্ত্রীর আসনে টানা দায়িত্বপালনের নতুন নজির গড়লেন নরেন্দ্র মোদি। শুক্রবার তাঁর দায়িত্বকাল পৌঁছাল ৪,০৭৮ দিনে, যা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের নিরবচ্ছিন্ন শাসনকেও ছাড়িয়ে গেল। ফলে দেশের ইতিহাসে একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার তালিকায় জওহরলাল নেহরুর পরই এখন মোদির নাম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের শীর্ষপদে একটানা তিনটি সাধারণ নির্বাচনে জিতে প্রায় ১৭ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। মোদিও সেই নজিরেই নাম লেখালেন তিনটি লোকসভা নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা প্রথম অ-কংগ্রেস নেতা হিসেবে।
এটাই মোদির একমাত্র কৃতিত্ব নয়। তিনিই স্বাধীনতা-পরবর্তী সময়ে জন্মানো দেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনিই সবচেয়ে দীর্ঘ মেয়াদি অ-কংগ্রেস প্রধানমন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তিনবারের জয়ের পর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হয়ে আর থেমে থাকেননি। ২০১৪, ২০১৯ আর ২০২৪ তিনবারের লোকসভা জয়ে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছেন তিনি।মোদির রাজনৈতিক সফরের শুরু রেলস্টেশনে বাবার সঙ্গে চা বিক্রি থেকে। সেখান থেকে আরএসএস, পরে বিজেপির সাংগঠনিক কাঠামোয় শীর্ষ নেতৃত্বে পৌঁছে দেশের এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী মুখ হয়ে উঠেছেন তিনি।
এই দীর্ঘ দায়িত্বকাল দেশের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করলযেখানে প্রায় ২৪ বছর ধরে রাজ্য ও কেন্দ্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের শীর্ষপদে রইলেন এক ব্যক্তিই। এখন দেখার, সামনে তিনি আরও কত নতুন মাইলফলক স্পর্শ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন