ভারতে ২৫ টি অ্যাপ নিষিদ্ধ করলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আইন লঙ্ঘন করার অভিযোগ রয়েছে এই অ্যাপগুলির বিরুদ্ধে।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, ২৫ টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত অ্যাপগুলিতে আইন অমান্য করে আপত্তিকরভাবে মহিলাদের তুলে ধরা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ধরনের অ্যাপ তৈরি করার বিরুদ্ধে এবার শক্ত হাতে নেমেছেন কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
নিষিদ্ধ হয়ে যাওয়া অ্যাপগুলি:
অলট, উল্লু, বুমেক্স, দেশিফ্লিক্স, বিগশট অ্যাপ, নভরসা লাইট, গুলাব, বুল, কঙ্গন অ্যাপ, জলওয়া অ্যাপ, হিটপ্রাইম, ফোনেয়ো মুভিজ, শো এক্স, সৌল টকিজ, আড্ডা টিভি, হটএক্স ভিআইপি, হালচাল অ্যাপ, মুডেক্স, নিওনএক্স ভিআইপি, ফুগি, মোজিফ্লিক্স, ট্রিফ্লিক্স।
একটি মন্তব্য পোস্ট করুন