মহারাষ্ট্রে এক পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুনের পর টুকরো করে বস্তাবন্দি দেহ জলে ফেলে দেওয়ার অভিযোগ। ময়নাতদন্তের পর বাড়ি ফেরে শ্রমিকের কফিনবন্দি দেহ।
মৃতের নাম আবু বক্কর মণ্ডল। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার অধীনে থাকা নারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। কিছু বছর যাবত মহারাষ্ট্রের ভাসিগাও অঞ্চলে স্ত্রী সহ বাস করতেন আবু। শ্রমিকের কাজ করতেন। গত রবিবার সন্ধে থেকে হঠাৎ নিখোঁজ হয়ে পড়েন তিনি। পুলিশি তদন্তের পর মঙ্গলবার একটি ডোবা থেকে উদ্ধার করা হয় তাঁর বস্তাবন্দি টুকরো করা দেহ। পরিবার দেহ শনাক্ত করার পর পাঠানো হয় ময়নাতদন্তে। গতকাল রাতে তাঁর দেহ পশ্চিমবঙ্গে তাঁর গ্রামে এসে পৌছোয়।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর চলতে থাকা অত্যাচারেরই বলি আবু বক্কর মণ্ডলও। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। গতকাল রাতে মৃতের বাড়িতে দেহ পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন তাঁর মা সহ পরিবারের আরো সদস্যরা। তাঁদের অনুমান আবুর কর্মস্থলেরই কেউ কেউ জড়িত থাকতে পারেন এই ঘটনায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।
আবুর মৃত্যুর সঠিক রহস্য এখনও জানা যায়নি। কিন্তু সত্যিই যদি ভিনরাজ্যের বাঙালি বিদ্বেষের কারণে তাঁর মৃত্যু ঘটে, তা বাংলাভাষী মানুষদের কাছে অবশ্যই একটি অশনি সংকেত।
আবুর মৃত্যুর সঠিক রহস্য এখনও জানা যায়নি। কিন্তু সত্যিই যদি ভিনরাজ্যের বাঙালি বিদ্বেষের কারণে তাঁর মৃত্যু ঘটে, তা বাংলাভাষী মানুষদের কাছে অবশ্যই একটি অশনি সংকেত।
একটি মন্তব্য পোস্ট করুন