ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হওয়ার পর এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. লিটন (৩২)। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের বাসিন্দা, পিতার নাম গাছি মিয়া। লিটনের মৃত্যু ঘটে আজ শুক্রবার সকালে, ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশের পরশুরাম সীমান্তে ঘটে এ ঘটনা। একই সময় গুলিবিদ্ধ হন আরও দুই যুবক—তাঁদের মধ্যে মিল্লাত হোসেন (২১) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। আর আহত মো. আফছার (৩১) বর্তমানে চিকিৎসাধীন আছেন ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।
বিজিবির ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, নিহতরা রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন। তাঁর দাবি, তাঁরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং মালামাল নিয়ে ফেরার পথে বিএসএফের ধাওয়ার মুখে পড়েন। এ সময় বিএসএফ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যমতে, গুলির ঘটনা ঘটে গভীর রাতে, গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় মিল্লাত ও আফছারকে সীমান্তবর্তী গ্রামের লোকজন বাংলাদেশ অংশে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করান। তবে লিটন ভারতীয় ভূখণ্ডেই পড়ে ছিলেন। পরে বিএসএফ সদস্যরা তাঁকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন