Top News

বেহাল দশা দমদম রোডে, সমস্যার মুখোমুখি স্থানীয়দের

 দমদম রোড একটি ব্যস্ত ও জনবহুল রাস্তা। দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত রাস্তায় সারাদিনই যান চলাচল হয়ে থাকে। তবে এই পর্যন্ত অংশই বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান যে অতিরিক্ত মানুষ ও গাড়ির চাপ এই অঞ্চলে, তার অপর রাস্তার বেহাল দশার ফলে তাদের নানান সমস্যার  মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন। 

দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত রাস্তার নানান জায়গায় ছোট বড় গর্ত , তা ছাড়াও স্টেশন সংলগ্ন রাস্তায় প্রায় সারা বছরই নোংরা জল জমে থাকে। দীর্ঘ দিন ধরে অবহেলার ফলে সমস্যা বেড়েছে। সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে গর্ত গুলিতে, এবং মাঝে মাঝেই পাইপ লাইন ফেটে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। তবে পুরসভা থেকে দ্রুত মেরামত করা হলেও তা স্থায়ী হচ্ছে না। 


স্থানীয়দের আরও অভিযোগ, দমদম অঞ্চলে ফুটপাথ অধিকাংশ জায়গায় ভাঙ্গা ও ব্যবহার অনুপযোগী। কোথাও ফুটপাথ ভেঙ্গে গেছে অথবা তা দিয়ে চলার মতন অবস্থা নেই।  বেশিরভাগ সময় নির্মাণ সামগ্রী বহুদিন ধরে পরে থাকে, ফুটপাথের ওপর দোকান থাকে ফলে মানুষের চলাচলে কন সুবিধা হয় না। তাদের দাবী, এই ব্যস্ত রাস্তাটি কে জলদি মেরামত করার এবং গুরুত্ব দিয়ে দেখার জাতে তাদের নিত্য দিনের জীবনে সুবিধা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন