বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যাকাণ্ডের চার্জশিটে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পালের নাম উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এই মামলায় ১৮ জনের নাম চার্জশিটে উল্লেখ করেছে। সেখানে পরেশ পাল ছাড়াও রয়েছেন তৃণমূলের আরও দুই কাউন্সিলরের নাম।
গত বিধানসভা ভোটের ফল বেরোনোর দিনে নারকেলডাঙা এলাকায় নিজের বাড়ির সামনে খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার।
অভিযোগ ছিল, শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। মৃতের পরিবারের অভিযোগ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের মদতে তার সঙ্গীরাই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকেই পরেশ পালের গ্রেফতারির দাবি জানিয়ে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরে বেশ কয়েকবার বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে এদিন চার্জশিটে তাঁর নাম রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
বেলেঘাটা এলাকায় পরেশ পালের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি। বহু বছর ধরে তিনি এই এলাকার জন প্রতিনিধি। চার্জশিটে পরেশ পাল ছাড়াও স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম রয়েছে।
অভিজিৎ সরকার হত্যাকাণ্ড রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলেছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসার অভিযোগে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। সেই সময় একাধিক রাজনৈতিক কর্মী খুন হন। যার মধ্যে অন্যতম ছিলেন অভিজিৎ সরকার। এই ঘটনার তদন্তভার প্রথমে রাজ্য পুলিশ করলেও পরে আদালতের নির্দেশে সিবিআইকে দেওয়া হয়।
সিবিআইয়ের চার্জশিটে পরেশ পালের নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নিহত অভিজিৎ সরকারের পরিবার এবং বিজেপি কর্মীরা এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার চেয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন