Top News

VP Jagdeep Dhankhar Resigned: ধনখড়ের পদত্য়াগের পর দেশের উপরাষ্ট্রপতি হতে পারেন যিনি

 


শারীরিক অসুস্থতার কারণে আচমকাই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। তিন বছর দায়িত্ব পালনের পর নিজেকে সরিয়ে নিলেন ৭৪ বছরের রাজস্থানের স্বনামধন্য আইনজীবী। এবার তাঁর উত্তরসূরি কে হন সেটাই দেখার। ধনখড়ের পদত্যাগের পরেই দেশের ১৫তম উপরাষ্ট্রপতি কে হন (Next Vice President of India) তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়।

তবে বেশিরভাগ জল্পনাই একেবারে ভিত্তিহীন। যদিও এখনও এই বিষয়ে জল্পনা ছাড়া তেমন কোনও জায়গা নেই। ২০২২ সালের ১১ অগাস্ট দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ধনখড়। তিন বছর দায়িত্ব পালন করার পর শারীরিক অসুস্থতার কারণেই সরলেন ৭৪ বছরের ধনখড়। আরও দু বছর তাঁর উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ ছিল। ২০২২ সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড় ৫২৮-১৬২ ভোটে বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা-কে হারিয়েছিলেন।

নাম ভাসছে যাদের


এখনও পর্যন্ত দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে যে কটি নাম ভাসছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ শর্মা। জল্পনায় রয়েছে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের নামও। লোকসভার অধ্যক্ষ ওমা বিড়লা থেকে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নামও উঠছে। তবে গত কয়েক বছরে এমন ধরনের ক্ষেত্রে বারবারই চমক দেয় মোদী সরকার। এবার উপরাষ্ট্রপতি হিসেবে রাজনীতির বাইরের কাউকে এনে চমক দেওয়া হয় কি না সেটাই দেখার। এমন সময় সব দলগুলি সর্বসম্মতভাবে কাউকে উপরাষ্ট্রপতি হিসাবে বেছে নেন কি না সেটাই দেখার।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা পত্র পেশ করেন উপরাষ্ট্রপতি 

ভোট হলে কী হবে

লোকসভায় বিজেপির শক্তি আগের থেকে অনেকটা কমলেও উপরাষ্ট্রপতি পদে ভোটাভুটি হলে এনডিএ প্রার্থীর জিততে অসুবিধা হবে না। উপরাষ্ট্রপতি পদে মোট ৭৮৮টি ভোটের মধ্যে এনডিএ-র পক্ষে ৪০০টিরও বেশি ভোট আছে।


Post a Comment

নবীনতর পূর্বতন