দত্তপুকুরের স্কুলে ঘুরছে রয়েল বেঙ্গল টাইগার! একটি নয় তিন তিনটি বাঘের আনাগোনা দেখেই মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। ভয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এআই(AI) দিয়ে তৈরি ভিডিও ঘিরেই তৈরি হয়েছে এই গুজব। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় ছড়িয়েছে এমনই বাঘের আতঙ্ক। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার ভেতরে তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে আবার এক বারান্দা থেকে অপর প্রান্তের বারান্দায় ছুটে পার হচ্ছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই অভিভাবকসহ গোটা গ্রামে ছড়ায় উত্তেজনা। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক জানান, ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক তৈরি করেছেন। তবে কি উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট নয়। অভিভাবকদের কাছে থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে বলেও জানান। ভিডিওটি সম্পূর্ণ এআই (AI) প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে বলেই নিশ্চিত করেন তিনি। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক বলেন, পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার লক্ষ্যে এআই (AI) প্রযুক্তিকে ব্যবহার করে তিনটি বাঘ দিয়ে ক্রিয়েট করা হয় এই ভিডিওটি। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করা হয়, যাতে তারা সমাজ মাধ্যমে যা দেখছেন তা সবকিছুই যে সত্য নয় সেই বিষয়টি বোঝানোর। তবে এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দিতে গিয়েই যে আতঙ্ক ছড়িয়েছে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলে জানান। ফুলের তরফ থেকে জানানো হয়, বিদ্যালয়ের কোথাও এ ধরনের বাঘ বা অন্য কোন প্রাণীর উপদ্রব নেই। তিনি অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আবেদন জানান, গুজব না ছড়িয়ে, আতঙ্কিত না হয়ে, ছাত্র-ছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর।
স্কুলের মধ্যেই আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার! জেনে নিন অবাক করা এই কান্ড
Amrita Saha
0
একটি মন্তব্য পোস্ট করুন