সাপের আতঙ্কে বন্ধ হল পড়াশোনা! ফলে বনগাঁর কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠ বর্তমানে ছাত্রীশূন্য শ্রেণিকক্ষ।
স্কুল চত্বরে দেখা মিলছে একাধিক প্রজাতির বিষাক্ত সাপের। বিশেষ করে গোখরোর বাচ্চা দেখা যাওয়ায় কার্যত পঠন-পাঠন বন্ধ হয়ে পড়েছে। এর জেরে আতঙ্কে ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন, শিক্ষক-শিক্ষিকারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই স্কুলের মেঝে থেকে শুরু করে ক্লাস রুমের কোনায়, টয়লেট, এমনকি বেঞ্চের তলায়ও সাপের বাচ্চা দেখা গিয়েছে। অভিযোগ উঠেছে, এক ছাত্রীর পায়েও সাপ জড়িয়ে যায়। যদিও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবুও আতঙ্ক তীব্র আকার নিয়েছে এলাকায়। ঘটনার জেরে অভিভাবকদের মধ্যেও মেয়েদের নিয়ে উদ্বেগ চরমে উঠেছে। অনেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন না পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে, ততদিন তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই বন দফতর, স্কুল শিক্ষা দফতর ও ব্লক অফিসে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে স্কুলের ১৫০ জন ছাত্রী রয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, আতঙ্কে রয়েছি। ছাত্রীরা নানা সময় জানাচ্ছে সাপ দেখতে পাওয়ার ঘটনা। ফলে কার্যত ভয়ে এখন বন্ধ হয়ে পড়েছে স্কুল। সামনেই পরীক্ষা রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তিনি। এখন দেখার এই আতঙ্ক থেকে কতদিনে মুক্তি মেলে, আর স্বাভাবিক ছন্দে ফেরে পঠন-পাঠন।
একটি মন্তব্য পোস্ট করুন