Top News

কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে চালু করা হবে শাটল বাস

কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের জন্য আগামী নয় মাস বন্ধ থাকবে । আর এই স্টেশন বন্ধের জেরে মানুষের  বহুগুণ সমস্যা বেড়ে গিয়েছে। আর সেই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য সরকার। আগামী সোমবার থেকে এই পরিষেবা পাবে যাত্রীরা। ৩২ সিটের এই বাস অফিস টাইমে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেলে ৫টা থেকে ৮টা কবি সুভাষ-ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে। যার ভাড়া হবে শুধুমাত্র ১০ টাকা।নিউ গড়িয়া অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে মিনিট দশেকের মধ্যেই কবি সুভাষ পৌঁছে মেট্রো ধরে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতেন, তাঁদেরই এখন ক্ষুদিরাম পৌঁছতে সময় ৪০ মিনিটের মতো লেগে যাচ্ছে। একই সঙ্গে বেড়ে গিয়েছে অটোর খরচও। এদিকে কবি সুভাষ স্টেশন বন্ধের জেরে যাত্রী কমছে মেট্রোয়। কিছু মানুষ লোকাল ট্রেন থেকে নেমে অটোতে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরলেও অনেকে আবার এই পথ এড়িয়ে যাচ্ছেন,অটোয় বিরাট লাইন হওয়ার কারণে। আবার কেউ বালিগঞ্জ স্টেশনে গিয়ে বাস ধরছেন। কেউ বিকল্প পথ বেছে নিচ্ছেন। আর তার জেরেই একেকদিন ২৫-৩০ হাজার যাত্রী মেট্রোয় কমে গিয়েছে বলেই সূত্রের খবর।

সাধারণ সময়ে দিনে সাড়ে পাঁচ থেকে পৌনে ছ'লক্ষের মধ্যে যাত্রী ঘোরাফেরা করে। কিন্তু গত তিন দিন সাড়ে পাঁচ লাখের গন্ডি টপকায়নি যাত্রী সংখ্যা। মেট্রো কর্তাদের কথায়, রোজ তো একই সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করেন না, কিন্তু গড়ে ধরতে গেলে হাজার পঁচিশেক যাত্রী কম চড়ছেন মেট্রোয়।


Post a Comment

নবীনতর পূর্বতন