বিদিশা রায়, কলকাতা, ১০ই আগস্ট,২০২৫- গতকাল থেকেই অভয়ার মিছিল ঘিরে উঠে এসেছে ব্যারিকেড ভাঙ্গার দৃশ্য থেকে মারধরের ঘটনা।রাজপথ জুড়ে চারিদিকে শুধুই অসন্তোষের চিত্র।তারই মাঝে নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে অভয়ার মা-কে মারধরের অভিযোগ ঘিরে তুঙ্গে চাপানউতোর। যদিও পুলিশ সেই মারধরের অভিযোগ অস্বীকার করেছে এবং উল্টে লালবাজারের তরফে জানানো হয়েছে, নবান্ন অভিযান ঘিরে আহত হয়েছেন ৫ জন পুলিশকর্মী। জওহরলাল নেহরু রোডের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে লালবাজার থেকে জানানো হয়েছে ঘটনাটি। তবে অভয়ার বাবার দাবি আরও তীব্র।তিনি জানান রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল।পরবর্তীতে চিকিৎসা শুরু হলেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি কোনো হাসপাতাল যদিও বর্তমানে তার স্ত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অভয়ার বাবা। এছাড়াও তিনি আরও বলেন একমাত্র সন্তানের ধর্ষণ-খুনের বিচার চেয়ে পথে নামার অভিযোগে এলাকায় তাঁদের একঘরে করে রাখার মতো পরিস্থিতি তৈরি করেছে শাসকপক্ষ। বাজারে গেলে বিক্রেতারাও জিনিস বিক্রি করবে কি না ভাবে। এমনকী, বিচারের দাবিতে পথে নামায় আন্দোলনকারীদের নোটিস পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে।যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
তবে সমস্ত বাধা-বিপত্তি কাটিয়েও শেষমেশ পুলিশি বাধার মুখে হাজরাতেই শেষ হল অভয়া মঞ্চের 'কালীঘাট চলো' কর্মসূচি। সমাবেশ মঞ্চ থেকে আগামী ১৪ অগাষ্ট ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে।🔴#justiceforabhaya কলকাতার হাজরা মোড়ে উপচে পড়া ভিড়। অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’ অভিযানে জনতার ঢল, স্লোগান ও ব্যানারে মুখরিত এলাকা। #Kolkata | #Hazra | #KalighatCholo pic.twitter.com/iUHYddR6cl
— NT বাংলা / NT Bangla (@NewsTapBangla) August 10, 2025
একটি মন্তব্য পোস্ট করুন