ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিন বাকি। শহরের কোণায় কোণায় শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনার সঙ্গে সঙ্গেই শুরু হয় দুর্গাপুজোর আনুষ্ঠানিক কাউন্টডাউন। সেই সঙ্গে টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনীর বিশেষ অনুষ্ঠানও পায় নতুন মাত্রা। এ বছরও তার ব্যতিক্রম নয়—জি বাংলার মহিষাসুরমর্দিনীতে প্রথমবার দুর্গা রূপে হাজির হচ্ছেন ইধিকা পাল।
প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকের উচ্ছ্বাস তুঙ্গে। ‘জাগো মা জাগো দুর্গা’ নামের এই বিশেষ অনুষ্ঠানে দেবী রূপে ইধিকার উপস্থিতি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছোটপর্দা থেকে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠা ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা বড়পর্দাতেও একের পর এক হিট ছবিতে নায়িকা হিসেবে নজর কেড়েছেন। তবে এবার তাঁকে এই রূপে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।
সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে ভেসে আসছে একের পর এক প্রশংসা—কেউ লিখেছেন, “অনবদ্য! এবারের কনসেপ্ট অসাধারণ—নারীত্বের অবমাননা রুখতে দেবী শক্তির আবির্ভাব।” আবার কারও মন্তব্য, “অসাধারণ মহালয়া।”
একটি মন্তব্য পোস্ট করুন