Top News

পরের সপ্তাহ থেকে বৃষ্টির পরিমান বাড়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গ সহ উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

NT Bangla:  কয়েক দিন ধরে ঘুর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছিল। যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। এবার সামান্য স্বস্তি দিতে অল্প সময়ের জন্য বিরতি নিতে চলেছে বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমছে।



কিন্তু দুর্যোগ কাটার কোন সম্ভাবনা নেই। তার অন্যতম কারণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলা নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে উত্তর পশ্চিমবঙ্গর ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাব খুব বেশি দক্ষিণবঙ্গের ওপর পড়বে না বলেই আশা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের আশঙ্কা। 

মঙ্গলবার বিকেল বা বুধবার এই নিম্নচাপ তৈরি হবার পর বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলতেও। জানা গিয়েছে, তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। চিন্তার বিষয় রয়েছে সামনে পুজো। আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার পুজো ভাসতে পারে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতরের কথামতে সোমবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। কয়েকদিন টানা বৃষ্টি চলার পর সোমবার রোদের মুখ দেখা গিয়েছে। সোমবার থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরমও বাড়বে। বুধবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা গড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।

Post a Comment

নবীনতর পূর্বতন