মেট্রোর জনসংযোগ কর্মকর্তা রূপায়ণ মিত্র বলেন, “অনলাইন টিকিট বুকিং চালু হলে বহু যাত্রী উপকৃত হবেন।” মেট্রোর আরেক কর্মকর্তার কথায়, “কাউন্টার থেকে কাটলে শোভাবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টিকিটের দাম হয় ১০ টাকা। অনলাইনে কাটলে ৫ শতাংশ ছাড়ে তা হবে ৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ২০ টাকার টিকিটে মিলবে ১ টাকার ছাড়।”
বর্তমানে বেশিরভাগ সরকারি সংস্থা অনলাইন পরিষেবায় ঝুঁকছে। কলকাতা মেট্রোও সেই পথে হাঁটল। সূত্রের খবর, ভবিষ্যতে মেট্রো রেল এবং ইস্টার্ন রেলে একসঙ্গে ব্যবহারযোগ্য নতুন স্মার্ট কার্ড চালু হতে পারে।
উল্লেখ্য, আগেই চালু হয়েছিল ‘কলকাতা মেট্রো রাইড’ অ্যাপ, যেখানে নিজের পাশাপাশি অন্যের জন্যও টিকিট কাটা যেত। পরে সেই অ্যাপের নাম বদলে হয় ‘আমার কলকাতা মেট্রো’।
প্রতিদিন ভিড় সামলাতে হয় কলকাতা মেট্রোকে। পুজোর সময়ে সেই ভিড় আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে টিকিট কাটা শুরু হলে কাউন্টারের চাপ অনেকটাই কমবে, যাত্রীদেরও সুবিধা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন