Top News

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘতম স্বাধীনতা দিবসের ভাষণ

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে পরপর দ্বাদশবার ভাষণ দেন, যা প্রায় ১ ঘণ্টা ৪৩ মিনিট স্থায়ী হয়ে সাম্প্রতিক সময়ের দীর্ঘতম বক্তৃতা হিসেবে চিহ্নিত হয়। তিনি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে নতুন ‘প্রধানমন্ত্রী বিকসিত ভারত রোজগার যোজনা’ ঘোষণা করেন, যার মাধ্যমে প্রথমবার চাকরি পেতে চলা যুবকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। দীপাবলির আগেই GST সংস্কার ও দেশের নিরাপত্তা জোরদার করতে ‘মিশন সুধর্ষণ চক্র’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি, সন্ত্রাস ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে মোদী ভবিষ্যতের ‘বিকসিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন সামনে আনেন। ভাষণ জুড়ে ছিল উন্নয়নের প্রতিশ্রুতি, জাতীয় গৌরব ও ঐক্যের আহ্বান। 

Post a Comment

নবীনতর পূর্বতন