মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী রবিন হোসেন, তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চারজন ঢাকা থেকে প্রাইভেট কারে করে মাওয়া বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে ফেরার পথে সকাল ৬টার দিকে ষোলঘর যাত্রীছাউনি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা মারে। এতে প্রাইভেট কারটি উল্টে যায়।
ঘটনাস্থলেই মারা যান আরমান হোসেন ও তানজিল। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাইসা আক্তারের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন