Top News

যুক্তরাষ্ট্র থেকে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে একটি চার্টার্ড বিমানে করে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো হয়।

পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে অর্ধশতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে। তবে শেষপর্যন্ত ৩৯ জনকে পাঠানো হয়েছে।

উল্লেখযোগ্য যে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়। এর ধারাবাহিকতায়, অভিবাসন কর্তৃপক্ষ অবৈধভাবে অবস্থানরতদের বিরুদ্ধে ধরপাকড় জোরদার করে। তারই অংশ হিসেবে এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো।

এর আগেও একাধিক দফায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

Post a Comment

নবীনতর পূর্বতন