আবার অনুব্রত মণ্ডলের নিশানায় পুলিশ। এবার পুলিশ সুপারকে সরাসরি আক্রমণ কেষ্টর।
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানো হয়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এর ফলে দলাদলি চলে তৃণমূল-বিজেপির। চলে জোর হাতাহাতি। ঘটনা চূড়ান্ত অবস্থায় পৌঁছোলে, পুলিশ সেখানে গিয়ে গ্রেফতার করে বিজেপি কর্মীদের। মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন কেষ্ট। তিনি বলেন, "এই ধরনের পুলিশ সুপার থাকলে এই ধরনের নোংরামিই হবে। এই পুলিশ সুপার আসার পরে নাবালিকা উধাও থেকে সব কিছু হচ্ছে। দু জন তৃণমূল নেতা খুন হয়েছে, তিন জন নাবালিকা নিখোঁজ হয়েছে।"
কয়েকদিন আগেই বোলপুরের আইসিকে ফোন করে কদর্য ভাষায় আক্রমণ করা অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। এবার তাঁর নিশানায় পুলিশ সুপার। গত কদিন আগেই মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে কেষ্ট মণ্ডলকে বীরভূমের কোর কমিটির কনভেনর পদ দেন।
একটি মন্তব্য পোস্ট করুন